শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বটিয়াঘাটার গরীব বেধাবী ছাত্র রাসল খান চান্স পেলো মেডিকেলে

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, মার্চ ১১, ২০২৪

বটিয়াঘাটার গরীব বেধাবী ছাত্র রাসল খান চান্স পেলো মেডিকেলে

বটিয়াঘাটা বাজারের জামে মসজিদ সামনে ভাত বিক্রেতা মো: মোজাম্মেল ছেলে গরীব ছাত্র রাসল খান মেডিকেল কলেজ পড়ার সুযোগ পেয়েছে। সে সকলের দুআ ও সহযোগীতা কামনা  করেছন। 

রাসল খান বলেন, আমি গরিব ছাত্র বটিয়াঘাটা কলেজ, আমার পিতা মোঃ মোজাম্মেল খান। আমার বাবার বটিয়াঘাটা বাজার মসজিদের পাশে ছোট একটা হোটেল আছে তাতে যা আয় হয় তা দিয়ে সংসার চালানো ও আমার পড়াশোনার জন্য যথেষ্ট নয় তাই আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।আল্লাহর রহমতে 23-24 শিক্ষাবর্ষে ফরিদপুর মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি। আমার এই সাফল্যের পিছনে আমার বাবা মায়ের অবদান অনেক। আসলে আমি তাদের নিকট অনেক কৃতজ্ঞ। তাদের সাহায্য ছাড়া আমি কখনই এমন সাফল্য অর্জন করতে পারতাম না। তার পরেই আমি কৃতজ্ঞতা স্বীকার DMC scholar এর প্রতিষ্ঠাতা ডাঃ সিয়াম ও ডাঃ মঈনুল ভাইয়ের প্রতি। তাদের অনুপ্রেরণা ও দিকনির্দেশনা আমাকে আমার সাফল্য অর্জন করতে অনেক সাহায্য করেছে। আমার ইচ্ছা একজন ভালো ডক্টর হয়ে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।এর জন্য সবাই আমার জন্য দোয়া করবেন

0 Comments